PICNIC DOOARS STUDENTS

উদ্দাম পিকনিক ডুয়ার্সে, পরীক্ষার্থীরা সমস্যায়, প্রশাসন চুপ

জেলা

পিকনিকে এমনই উদ্দাম নাচ চলছে ডুয়ার্সে।

ডুয়ার্সে চলছে পিকনিকের মরশুম। কিন্তু শব্দবিধি তুড়ি দিয়ে উড়িয়ে চলছে বক্সে গান। সেই সঙ্গে উদ্দাম নাচ। আশেপাশের এলাকার মানুষ অতিষ্ঠ। সবচেয়ে সমস্যায় পরীক্ষার্থীরা।
স্থানীয়দের ক্ষোভ, সব জেনেও না দেখার ভান করে বসে রয়েছে পুলিশ েবং প্রশাসন। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেপরোয়া পিকনিক পার্টি উপদ্রবে পরিণত হয়েছে গোটা এলাকায়। 
১২ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে মাধ্যমিক। শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে। এরপর রয়েছে উচ্চমাধ্যমিকও। পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে। পিকনিকের এলাকার কাছেই রয়েছে গ্রামবস্তি, বনবস্তি। ছাত্রছাত্রীদের সমস্যার পরোয়া না করে চলছে তারস্বরে গান।  
কোনও ব্যবস্থা না নেওয়া প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে স্থানীয়দের।

Comments :0

Login to leave a comment