তাই ছোট করে হলেও মেলা হোক - কর্মসমিতির বৈঠক থেকে এমনই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সেই মনোভাবের হাত ধরে ৩ বছর বাদে ফের ভুবনডাঙার মাঠে ফের বসতে চলেছে পৌষ মেলা, তা প্রায় নিশ্চিত। এই খবর কিছুটা হলেও স্বস্তির বাতাস বইয়েছে শান্তিনিকেতন জুড়ে।
দিন দুয়েক আগেই পৌষমেলার আয়োজক শান্তিনিকেতন ট্রাস্টের তরফে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যর সাথে বৈঠক করে মেলার আয়োজন নিয়ে আলোচনা করেছিল। তাতে নানা অসুবিধার কথা উঠে আসে। যেমন, অনলাইন স্টল বুকিংয়ের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে সময়ের অপ্রতুলতা, পর্যাপ্ত জল সরবারহের ব্যবস্থাপনার খামতি, আনুষাঙ্গিক অন্যান্য আয়োজনে সমস্যা ইত্যাদি। সেই বৈঠকের পর শুক্রবার মেলা সংক্রান্ত আলোচনার জন্য তড়ঘড়ি ডাকা হয়েছিল কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকের পর বিশ্বভারতীর তরফে এক প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, নানা অসুবিধার কারনে ছোট করে হলেও মেলা করার ব্যাপারে সহমত হয়েছে কর্মসমিতি।
Comments :0