2024 LOKSABHA ELECTION

বারাণসীতে পিছিয়ে থেকে এবার এগিয়ে মোদী, জোর লড়াইয়ে 'ইন্ডিয়া'

জাতীয় রাজ্য জেলা

CPIM west bengal panchayat election TMC BJP

আসতে শুরু করেছে লোকসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড। শেষ হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। ট্রেন্ড অনুযায়ী, বুথ ফেরত সমীক্ষাকে কার্যত ভোঁতা করে দিয়ে বিজেপি এবং এনডিএ'র বিরুদ্ধে কঠিন লড়াই ছুঁড়ে দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নিজের কেন্দ্র বারাণসী থেকে ৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। 

প্রথম ঘন্টার গণনা শেষে  সারা দেশের ২৫৫ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি সহ এনডিএ। কংগ্রেস সহ ইন্ডিয়া জোট এগিয়ে ২৪৫ আসনে। অন্যান্যরা ২৪ টি আসনে এগিয়ে। একক দল হিসেবে বিজেপি এগিয়ে ২৩২ আসনে, কংগ্রেস এগিয়ে ১০৭ আসনে। 

রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস এগিয়ে রয়েছে বহরমপুর আসনে। মুর্শিদাবাদ আসনে এগিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও মালদা দক্ষিণ কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। রাজ্যের বাকি আসনগুলিতে তৃণমূল ১৬ টিতে এবং বিজেপি ২৪ টি আসনে এগিয়ে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দিল্লিতে বিজেপির বিরুদ্ধে দুরন্ত লড়াই দিচ্ছে আপ-কংগ্রেস জোট। রাজধানীর ৭টি আসনের মধ্যে ৪ টিতে এগিয়ে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীরা।

বড়সড় অঘটনের আভাস মিলছে উত্তর প্রদেশ থেকেও। রাজ্যের ৮০ টি আসনের মধ্যে ৩৭টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট এগিয়ে ৩৯ টি আসনে। 

Comments :0

Login to leave a comment