Bank Nationalisation Day

বেসরকারি হাতে বিপন্ন হবে আমানতও, ব্যাঙ্ক জাতীয়করণ দিবসে নেতৃবৃন্দ

রাজ্য জেলা

ব্যাঙ্ক জাতীয়করণ দিবসে ব্যাঙ্ক বাঁচানোর শপথ রানিগঞ্জের ব্যাঙ্ককর্মীদের।

ব্যাঙ্ক জাতীয়করণ দিবসে দেশের ব্যাঙ্কশিল্পকে বাঁচানোর ডাক দিল ব্যাঙ্ক কর্মচারী সংগঠন বিইএফআই। 
শনিবার ৫৭ তম ব্যাঙ্ক জাতীয়করণ দিবসে রানিগঞ্জ কয়লাঞ্চলের ব্যাঙ্ক কর্মীরা সমবেত হয়ে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ও উন্নত পরিষেবার জন্য শূন্যপদ পূরণের দাবিতে সোচ্চার হন। ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও‘ শ্লোগান তুলে বৃহত্তর আন্দোলনে নামার আহ্বান জানান ব্যাঙ্ক আন্দোলনের নেতৃবৃন্দ। রানিগঞ্জের প্রতিবাদসভায় বক্তব্য রাখেন ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের নেতা বিমল গোস্বামী, হীরক গাঙ্গুলি,  এন কে সিনহা ও শতাব্দীশ মাজি প্রমুখ। সভা পরিচালনা করেন ব্যাঙ্ক ইউনিয়নের নেতা সুব্রত চেল।
এদিন বিমল গোস্বামী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কর্পোরেটের সংস্থার তোষামোদি করতেই ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটছে। লাভজনক রাষ্টায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তি করে কর্মী সংকোচন করছে। ফলে সরকারি ব্যাঙ্কের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এই সুযোগে বেসরকারি ব্যাঙ্ক মাথাচাড়া দিচ্ছে। বিজেপি সরকার পুঁজিপতিদের লক্ষ লক্ষ কোটি টাকা কর ছাড় দিয়ে দেশবাসীর উপর বোঝা চাপাচ্ছে। 
নেতৃবৃন্দ উদ্বেগের সঙ্গে বলেন, ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে না। বিজেপি সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রচেষ্টা সর্বশক্তি দিয়ে ব্যর্থ করতে হবে। এদিন ব্যাঙ্ক জাতীয়করণ দিবসের দাবি ব্যাজ পরিয়ে ব্যাঙ্ক বাঁচানোর স্বার্থে সাধারণ মানুষকেও শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

Comments :0

Login to leave a comment