RG Kar Student Death

আরজি করের সামনে বিক্ষোভ, বাধা তৃণমূলের

রাজ্য কলকাতা

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে অবরুদ্ধ শ্যামবাজার পাঁচ মাথা মোড়। এদিন এসএফআই এবং ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির ডাকে শ্যামবাজার থেকে একটি মিছিল আরজি কর হাসপাতালের দিকে এগিয়ে যেতে থাকে। ছাত্র যুবদের দাবি এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের শাস্তি দিতে হবে। এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা এবং মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা যাতে না আরজি করে ঢুকতে না পারে তার জন্য গোটা আটকে রেখেছে তৃণমূল প্রভাবিত আরজি করের পড়ুয়ারা।
অন্যদিকে ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকরাও পাঁচ মাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদেরও দাবি এক অভিযুক্তদের কঠোর শাস্তি। 
শুক্রবার এই পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় হয়েছে আরজি কর হাসপাতালে। হাসপাতালেই পড়ুয়া চিকিৎসকের দেহ মিলল। বৃহস্পতিবার রাতে কর্তব্যরত ছিলেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুমে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এই চিকিৎসকের দেহ মিলেছে। 
চিকিৎসক পড়ুয়ার দেহে দশ জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণ করে খুনের প্রমাণ মিলেছে ময়না তদন্তের রিপোর্ট। পুলিশ আধিকারিক জানিয়েছেন যে আরজি কর হাসপাতালের এমারজেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে পাওয়া যায়। অন্য ছাত্রছাত্রীরাই ঘটনাটি জানান। মৃত চিকিৎসক ছাত্রীর সঙ্গেই ডিউটিতে ছিলেন তাঁরা।  
শনিবার সঞ্জয় দাস নামে একজন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে ওই যুবক পেশায় সিভিক ভলেন্টিয়ার।

Comments :0

Login to leave a comment