Bihar Rahul Gandhi

বিহারের পদযাত্রায় রাহুল

জাতীয়

সোমবার বিহারে কংগ্রেসের পদযাত্রায় যোগ দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিধানসভা নির্বাচনের আগে কাজের দাবিতে বিহারে পদযাত্রা করছে কংগ্রেস। এদিন বিহারের বেগুসড়াই থেকে পদযাত্রায় যোগ দেন রাহুল গান্ধী। তার সাথে মিছিলে হাঁটেন বহু কংগ্রেস কর্মী। 
রবিবার এক্সহ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে রাহুল বলেন, ‘‘আমাদের লক্ষ হলো বিহারের তরুণদের দুর্দশার দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা। রাজ্যের সরকারি চাকরির সুযোগ দিন দিন কমছে এবং বেসরকারিকরণের কোনও সুফল মিলছে না। আসুন আমরা রাজ্যের সরকারকে চাপের মধ্যে এনে বাধ্য করি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার।’’

পদযাত্রার পাশাপাশি বিহারে একাধিক কর্মসূচি আছে রাহুলের। সংবিধান সুরক্ষা সম্মেলনের তিনি বক্তব্য রাখবেন। এর সাথে সাথে পাটনায় দলীয় দপ্তরের রাজ্য নেতৃত্বের সাথে বৈঠকও করবেন তিনি।
চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন এনডিএ’র বিরুদ্ধে লাগাতার যৌথ ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে আরজেডি কংগ্রেস এবং বামপন্থীরা। 
লোকসভা ভোটের আগে জোট ছেড়ে এনডিএ শিবিরে নাম লেখান নীতিশ কুমার। বর্তমানে বিজেপির সমর্থন নিয়ে বিহারে সরকার চালাচ্ছে আরজেডি।

Comments :0

Login to leave a comment