রেল দুর্ঘটনায় আহত ৫৮ জনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গে মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কা লাইনচ্যুত তিনটি বোগী।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৬০। আহতদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালের ডিন ডা: সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন তারা আহতদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে। পর্যাপ্ত রক্তের ব্যবস্থাও করা হয়েছে চিকিৎসার জন্য।
তিনি জানিয়েছেন হাসপাতালের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য
Comments :0