Rally In West Midnapore

বাংলা বাঁচাও যাত্রা’র সমর্থনে পদযাত্রা পশ্চিম মেদিনীপুরে

জেলা বাংলা বাঁচাও যাত্রা

ভেঙ্গে পড়া নদী বাঁধগুলির দ্রুত মেরামত, ঘাটাল মাস্টার প্লান প্রকল্প রূপায়ন, একশো দিনের চালু করার দাবিতে স্লোগান মুখরিত পদযাত্রা হয় পশ্চিম মেদিনীপুর জেলায় ছয়টি গ্রামপঞ্চাত এলাকায়। বহু মানুষ সামিল হলেন মঙ্গলবারের এই পদযাত্রাগুলিতে। একাধিক এলাকায় ৬টি পদযাত্রা হয়। স্লোগান ওঠে রুটি রুজি সঙ্কটের কারণ বিজেপি ও তৃণমূল সরকারকে দায়ি করে। হয় পথসভাও। দাবি ওঠে গৃহহীনদের আবাস যোজনায় অগ্রাধিকারের, উচ্ছেদ হওয়া পাট্টা বর্গাদারদের জমি ফেরত দেওয়ার, দাবি ওঠে সামাজিক সুরক্ষার ভাতা, নির্মাণকর্মীদের ভাতার। দুর্নীতি বন্ধ করে প্রকৃত গরীব মানুষকে সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা দেওয়ার দাবি তুলে পদযাত্রা সংগঠিত হয়। স্লোগান মুখোরিত পদযাত্রায় আরও দাবি ওঠে ‘‘বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মহকুমার ভেঙে পড়া ২৮ টি নদী বাঁধ মেরামত দ্রুততার সঙ্গে করতে হবে। ঘাটাল মাস্টার প্লানের ডিপিআর প্রকাশ করে প্রকল্প রূপায়ন করতে হবে। সুপ্রিম কোর্ট একশো দিনের কাজ চালু করার নির্দেশ দিলে এখনও পর্যন্ত কেনো চালু করা হচ্ছেনা তার জবাব দিতে হবে। দাবি ওঠে হয় একশো দিনের কাজ চালু করো, নয়তো ভাতা দাও।
এদিন চন্দ্রকোণা-২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ছত্রগঞ্জ, বসনছোড়া ও বব্বলপুর এলাকায় পদযাত্রা হয়। ঘাটাল ব্লকের লছিপুর, দেওয়ানচক, মনসকা, শালবনীর জামবেদিয়া, জিন্দাল এলাকায় পদযাত্রা হয়। পদযাত্রা থেকে রুটি রুজির সঙ্কট অপরদিকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, শাসক দলের সীমাহীন দুর্নীতি, নারী নির্যাতন, কৃষকের ধান বিক্রয়ে ন্যাহ্য মূল্য না পাওয়া ঘটনায় বর্তমানে হতশ্রী বাংলাকে পুনরায় রূপশ্রী বাংলায় ফিরেয়ে আনার শপথে বাংলা বাঁচাও শ্লোগানে লাল ঝান্ডার মিছিল এগিয়ে চলে। এক বুথ থেকে অন্য বুথে গ্রামের মানুষ পদযাত্রায় অংশ গ্রহণ করেন। তৃণমূল ও বিজেপির বিভাজনের রাজনীতি রুখে দিতে ও ভাতের লড়াইতে সামিল হলেন শতশত গ্রামের মানুষ। 
পদযাত্রায় শ্লোগান ওঠে ‘রুখে দাও কর্পোরেট স্বার্থ রক্ষাকারী ও মানুষে মানুষে বিভাজনকারি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কাজের অধিকার আদায়, ন্যায্য মজুরী, উচ্ছেদ হওয়া পাট্টাদার বর্গাদারদের জমি উদ্ধারের। বাংলা বাঁচাও লড়াই আন্দোলনের পদযাত্রায় এদিন অংশ নিয়েছেন বহু আদিবাসী জনজাতির মানুষ ও মহিলারাও।

Comments :0

Login to leave a comment