অন্য রাজ্যে হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভাতেও পাশ হলো জাতীয় স্তরের মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’ বাতিলের প্রস্তাব। এই পরীক্ষায় বেনিয়ম ঘিরে দেশময় ক্ষোভ রয়েছে। তবে বুধবার বিধানসভায় পাশ করানো প্রস্তাবে প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব নিতে বলা হয়েছে রাজ্য সরকারকে।
জাতীয় স্তরের প্রবেশিকা পরিচালনার জন্য নতুন সংস্থা এনটিএ খোলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এনটিএ’র পরীক্ষা পরিচালনা ঘিরে ক্ষোভ বহুদিন ধরেই রয়েছে বিভিন্ন স্তরে। সোমবার সুপ্রিম কোর্ট বনতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন খারিজ করলেও বেনিয়মের একাধিক ক্ষেত্রের উল্লেখ করেছে।
সোমবারই কর্ণাটক বিধানসভায় ‘নিট‘ বাতিল করার প্রস্তাব পাশ হয়। তামিলনাডুতে আরও আগে থেকে কেন্দ্রীয় স্তর থেকে নিয়ন্ত্রিত মেডিক্যাল প্রবেশিকা বাতিলের পক্ষে বিধানসভায় আলোচনা হয়েছে। প্রস্তাবও পাশ হয়েছে।
সে অর্থে পশ্চিমবঙ্গে এমন প্রস্তাব পাশ অভিনব নয়। কিন্তু, এই আলোচনায় উঠে এসেছে রাজ্যস্তরে প্রায় প্রতিটি পরীক্ষা ঘিরে বেনিয়ম এবং দুর্নীতির অজস্র অভিযোগের উদাহরণ। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আসীন হওয়ার পর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় প্রতিটি পরীক্ষায় নিয়ম করে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে অভিযোগ ঠিক। কেবল বোর্ডের পরীক্ষাই নয়, রাজ্যের স্কুলে নিয়োগ থেকে ডব্লিুবিসিএস পরীক্ষা, ঘিরে বেনিয়ম গরমিলের একের পর এক নমুনা সামনে এসেছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার তদন্তে প্রায় গোটা শিক্ষা দপ্তর জেলে।
এদিন বিধানসভায় পাশ প্রস্তাবে নিন্দা করা হয়েছে এনটিএ’র। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতার অভাবের জন্য দায়ী করা হয়েছে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। রাজ্যে ডাক্তারি পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্বার্থে প্রবেশিকা পরিচদালনার দায়িত্ব রাজ্যস্তরে ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে। দেশে শিক্ষামহলের বিভিন্ন অংশই পরীক্ষা ব্যবস্থা কেন্দ্রীকরণে মোদী সরকারের পদক্ষেপের বিরোধী। কিন্তু এ রাজ্যে পরীক্ষা পরিচালনার যা হাল, তাতে রাজ্যের হাতে স্বচ্ছতার শর্ত কতটা নিরাপদ, রয়েছে সে প্রশ্নও।
NEET WB ASSEMBLY
‘নিট’ বাতিলে প্রস্তাব পাশ বিধানসভায়, প্রশ্ন রাজ্যের সক্ষমতায়
×
Comments :0