Dhupguri

মানুষের কথা শুনছেন সেলিম, মীনাক্ষীরা
অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান বিজেপি নেতার

রাজ্য জেলা

দীপশুভ্র সান্যাল


বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় এর সমর্থনে ধূপগুড়ির বিভিন্ন এলাকায় প্রচার চালালেন সিপিআই(এম) নেতৃত্ব। ধূপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সেলিম এদিন সাধারণ ভোটারদের কাছে যেমন দলের বার্তা তুলে ধরেন তেমনই এলাকার মানুষজন নিজেদের বিভিন্ন সমস্যার কথা তাঁকে জানান। 


এদিন মহম্মদ সেলিমের সাথে প্রচারে অংশ নেন রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, জেলা সম্পাদল সলিল আচার্য, ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সত্য ঘোষ, প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ অন্যান্য নেতৃত্ব। 
অন্যদিকে এদিনই ১৫এবং ১৬ নম্বর ওয়ার্ডে প্রচার করেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী। মীনাক্ষী মুখার্জির সাথে এদিন প্রচার সারেন প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়। রাজ্যে কর্মসংস্থার এবং শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা তা এদিন অল্প বয়সী ভোটারদের কাছে তুলে ধরেন মীনাক্ষী মুখার্জিরা।  


ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনে প্রচারে ঝড় তুলেছে বামফ্রন্ট নেতৃত্ব। ছোট ছোট বৈঠকি সভা, জনসভা, বুথ মিটিং, পাড়া বৈঠক, প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়েছে বামপন্থীরা। 
শনিবার ধুপগুড়ি জুড়ে শেষ লগ্নে প্রচার চালাচ্ছে সিপিআই(এম) নেতৃত্ব তখন একইদিনে ধুপগুড়িতে অভিষেক ব্যানার্জীর সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দীপেন প্রামানিক।

Comments :0

Login to leave a comment