বুধবার সকালে বিড়লাপুরের ক্যালসিয়াম মোড় থেকে প্রচার শুরু হয়। সন্ত্রস্ত বজবজ,সাতগাছিয়া, ফলতা, হয়ে আমতলাতে শেষ হয় মিছিল। মহম্মদ সেলিম ছাড়া মিছিলে ছিলেন কংগ্রেস নেতা সৌম আইচ রায়, ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারন সম্পাদক হিমগ্নরাগ ভট্টাচার্য।
গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে এক ভয়ের পরিবেশ তৈরি করে রাখতে চাইছে অভিষেক ব্যানার্জির বাহিনী। প্রতীক উরের সমর্থনে লেখা দেওয়াল রাতের অন্ধকারে মুছে দিচ্ছে শাসক দলের গুন্ডা বাহিনী।
সেলিম বলেন, ‘‘মানুষের কাছে আবেদন করতে এসেছি শান্তিতে ভোট দিক, শান্তিতে থাকুক। ডায়মন্ড হারবারে লুঠ ঠেকাতে জোড় জুলুম ঠেকাতে প্রতীক উর এখানে প্রার্থী। পুলিশ এবং মস্তানকে দিয়ে বামপন্থীদের পোস্টার মারানো বন্ধ করছে। আমরা দেখতে চাই কারা এই কাজ করছে, কাজ লোকসভা ভোটকে লুঠের জায়গায় পরিনত করতে চাইছে।’’
প্রতীক উর রহমানের কথায় দম বন্ধ করা পরিবেশ থেকে ডায়মন্ড হারবারের মানুষকে মুক্তি দেওয়াই তার লক্ষ।
Comments :0