Summer School

দাবদাহের কারণে ক্লাসের সময় পরিবর্তন করতে পারবে স্কুল গুলো

রাজ্য

তীব্র গরমের জন্য এগিয়ে এসেছিল গ্রীষ্মের ছুটি। গত ১০ জুন থেকে খুলেছে রাজ্যের স্কুল গুলো। শুরু হয়েছে পঠন পাঠন। কিন্তু জুন মাসের মাঝামাঝি তীব্র দাবদাহের কারণে নাজেহাল পড়ুয়ারা। এই পরিস্থিতিতে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে একটি অ্যাডভাইসরি প্রকাশ করা হয়েছে।

অ্যাডভাইসরিতে বলা হয়েছে যে স্থানীয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে আবহাওয়ার কারণে স্কুল গুলো জুন মাসের বাকি দিন গুলো জন্য ক্লাসের সময় বদল করতে পারে। তবে বলা হয়েছে যে মিড ডে মিলের সময় বদল করা যাবে না। 

তীব্র গরমের কারণে প্রায় একমাস ছিল গ্রীষ্মের ছুটি। লোকসভা নির্বাচন মেটার পর খুলেছে স্কুল গুলো। কিন্তু জুন মাসেও কমেনি তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই কোন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Comments :0

Login to leave a comment