Sharad Pawar

বিধানসভাতেও ভালো ফলাফলের আশাবাদী শরদ পাওয়ার

জাতীয়

লোকসভায় মহারাষ্ট্রের ১০টি আসনে প্রতিদ্বন্দিতা করে ৮টিতে জয়ী হয়েছে শরদ পাওয়ারের এনসিপি। লোকসভা ভোটে ভালো ফলাফলের পর আসন্ন বিধানসভা নির্বাচনেও ভালো ফলাফলের আশাবাদী মহা বিকাশ অঘধির নেতা শরদ পাওয়ার। 

বৃহস্পতিবার পাওয়ার বলেন, মানুষ যদি ফের মহারাষ্ট্রের শাসন ভার আমাদের হাতে তুলে দেন তবে তা হবে খুবই খুশির। 

বারামতি আসনে অজিত পাওয়ার স্ত্রীকে হারিয়ে চতুর্থবারের জন্য ওই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন সুপ্রিয়া শোলে। এদিন বারামতিতে যান শরদ পাওয়ার। সেখানে গিয়ে দলীয় কর্মী এবং সাধারণ মানুষদের সাথে কথা বলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

সেখানে একটি সভায় পাওয়ার বলেন, ‘‘নির্বাচনের আগে দলীয় কর্মীরা বার বার বলছিলেন যে মানুষজন চুপচাপ রয়েছেন। তাদের সমর্থন কোন দিকে থাকবে কিছু বোঝা যাচ্ছে না। আমি বলেছিলাম মানুষ ইভিএম-এ আসল কাজটা করে দেবেন। আর তাই হয়েছে। ভোট বাক্স খোলার পর দেখা গিয়েছে মানুষ কাদের পক্ষে।’’

তিনি সেখানকার মানুষদের কাছে আবেদন জানিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে ঐক্যবদ্ধ থাকার জন্য। তিনি আবেদন জানিয়েছেন বিধানসভা নির্বাচনেও তাদের পাশে থাকার।

২০১৯ সালে শিবসেনা বিজেপির সাথে লোকসভা নির্বাচনে ওই রাজ্যে জোট করলেও বিধানসভায় জোট ভেঙে যায়। কংগ্রেস, এনসিপি, শিবসেনা নিয়ে তৈরি হয় ‘মহা বিকাশ অঘধি’। উদ্ধব থ্যাকারের নেতৃত্বে প্রায় দুবছর রাজ্য শাসন করে ওই সরকার। কিন্তু একনাথ শিন্ডে সহ একাধিক শিবসেনা বিধায়ককে নিজেদের দিকে টেনে সরকার ফেলে দেয় বিজেপি। তারপর এনসিপি ভাঙায় তারা। অজিত পাওয়ার প্রফুল্ল পটেলরা যোগ দেয় এনডিএ শিবিরে।   

Comments :0

Login to leave a comment