Coronal Hole in sun

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়

আন্তর্জাতিক

সুর্যের গহ্বরে বিশাল কালো গর্ত লক্ষ্য করলেন নাসার বিজ্ঞানীরা। সুর্যের দক্ষিণ গোলার্ধে সৃষ্ঠি হওয়া কালো গর্ত ‘করোনাল হোল’ নামে পরিচিত। সুর্যের গায়ে জিও ম্যাগনেটিক ঝড় বা সাধারণ ভাষায় সৌর ঝড়ের ফলে সৃষ্ট হওয়া চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সুর্যের গায়ে এরকম গর্ত সৃষ্টি হয়। এই সৌর ঝড়ের কিছুটা হলেও প্রভাব পড়বে পৃথিবীতে। বিজ্ঞানীদের মতে চলতি সপ্তাহের শুক্রবার প্রতি ঘন্টায় প্রায় ২.৯ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসবে সৌর ঝড়। যার প্রভাব পড়বে পৃথিবীর বায়ু মন্ডলে, মোবাইল পরিষেবায় ও পৃথিবীর চারিপাশে থাকা উপগ্রহ গুলির ওপর। 

[ad}
নাসার সোলার ডায়ানামিকস অবসার্ভেটরি দল গত ২৩ মার্চ এই করোনাল গর্তটি লক্ষ্য করেন। নাসার বিজ্ঞানী অ্যালেক্স ইয়াং জানান করোনাল গর্তের ব্যসার্ধ প্রায় ৩ থেকে ৪ লক্ষ কিলোমিটার। বিজ্ঞানীদের মতে সেখানে ২০ থেকে ৩০ পৃথিবী এটে যাবে। ইয়াং আরও জানান করোনাল গর্ত নতুন নয়, এতো আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রায়ই সুর্যের গায়ে এই ধরনের গর্ত দেখা যায়।

Comments :0

Login to leave a comment