গতকাল লখনৌকে হারিয়ে পয়েন্টস টেবিলে নিজেদের স্থান ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন রাহুল। ম্যাচের শেষে দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের। গতবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর মাঠের ভিতর জন্মসমক্ষেই রাহুলের সঙ্গে তিরস্কারের ভঙ্গিতে কথা বলতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে। এই দৃশ্যের প্রয়োজন ছিলনা একেবারেই। রাহুলের তরফ থেকে কোনো ভুল হয়ে থাকলে দলের কর্ণধার তাকে কিছু বলতেই পারেন। তবে মাঠের ভিতর জনসমক্ষে বলাটা হয়তো সমীচিন হয়নি। ২০২৫ সালের দৃশ্যপট কিন্তু একদমই ভিন্ন। একানা স্টেডিয়ামে লখনৌকে হারানোর পর মাঠের ভিতর সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে করমর্দন করলেও দেখা যায় যে তাকে কিছুটা অগ্রাহ্য করেই চলে গেলেন রাহুল। নিঃশব্দে কাউকে অসম্মান না করে নিজের কাজটা করেই গোয়েঙ্কাকে যোগ্য জবাবটা যেন দিলেন কে এল রাহুল।
অন্যদিকে গতকালের ম্যাচে অর্ধশতরান করেন বাংলার অভিষেক পোরেল । বছর ২২এর অভিষেক চন্দননগরের বাসিন্দা। ২০২২ থেকে খেলছেন বাংলা দলের হয়ে । মোট ১৩২৪রান করে ফেলেছেন অভিষেক। ২০২৩ থেকে দিল্লি ক্যাপিটাল্সে খেলছেন অভিষেক। এখনও অব্দি মোট ৪০টি টিটোয়েন্টি ম্যাচে ১০২৩ রান রয়েছে অভিষেকের। মোট ৭টি অর্ধশতরান করে ফেলেছেন। গতকালের ম্যাচের পর তিনি জানিয়েছেন ' প্রথম ম্যাচে ০ করার পরও অধিনায়ক অক্ষর প্যাটেল , কেভিন পিটারসন এবং রাহুল আমায় অনেক সাহায্য করেছে '। সব সিনিয়রদের তত্ত্বাবধান ও প্রেরণাই অভিষেকের থেকে এই পারফরম্যান্স বের করে আনতে পেরেছে । বাংলার দল কলকাতা নাইট রাইডার্সে যেখানে বাঙালির ছিন্নমাত্র নেই । সেখানে দিল্লির হয়ে এক বাঙালি যেন একা লড়াই করে যাচ্ছেন সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠে।
Comments :0