দুর্নীতি চাপতে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। বিভ্রান্ত করার চেষ্টা করছে।
রাজ্য সরকারের দুর্নীতির কারণে ২১ এপ্রিল, সোমবার, থেকে এসএসসি ভবনের সামনে লাগাতার বিক্ষোভ আন্দোলনে চাকরিহারারা। ওই দিন ‘স্বচ্ছ’ শিক্ষকদের তালিকা প্রকাশ করার কথা ছিল কমিশনের। শিক্ষকরা লিখিত নির্দেশ চেয়েছিলেন, যেখানে অস্বচ্ছ নিয়োগ নয় তাই স্পষ্ট করা থাকবে।
মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে গেলেও কমিশনের তরফে এখনও তালিকা প্রকাশ করেনি। চাকরিহারারা জানিয়েছেন আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। শিক্ষা মন্ত্রী আগের প্রতিশ্রুতি থেকে একেবারে সরে গিয়ে জানান যে কোনও তালিকা প্রকাশ করা হবে না। পরে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের পর জানা যায় যে স্কুলে স্কুলে ‘স্বচ্ছ’-দের তালিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। চাকরিহারাদের দাবি, মধ্যশিক্ষা পর্ষদকে ‘অস্বচ্ছ’-দের চাকরি বাতিল করতে হবে। তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। আন্দোলন চলবে।
মঙ্গলবার চাকরিহারাদের আন্দোলনকে সংহতি জানিয়ে বামফ্রন্ট সভাপতি বিমান বসু এক প্রেস বিবৃতিতে বলেছেন, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিশ্রুতি ছিল ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা প্রকাশের। কিন্তু আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর নিদিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। গোটা নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করাই নয়, সেই দুর্নীতিকে আড়াল করতেই তালিকা প্রকাশের নামে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, তৃণমূল পরিচাালিত রাজ্য সরকার অযোগ্যদের কাজে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল নিচ্ছে।
বামফ্রন্ট বলেছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারে বরে বলা সত্ত্বেও যোগ্য-অযোগ্যদের তালিকা দেয়নি এসএসসি।
রাজ্য সরকারের মিথ্যা প্রতিশ্রতিকে ধিক্কার জানিয়ে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টন্তমূলক শাস্তির দবি জানিয়েছে বামফ্রন্ট। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আবেদনও জাানিয়েছে। বিবৃতিতে টাকার বিনিময়ে নিযুক্ত অযোগ্যদের জন্য যোগ্য শিক্ষকদের চাকরিহারা করার পরিবর্তে অযোগ্যদের চিহ্নিত করে আদালতে তালিকা দাখিল করার দাবি করেছে।
বামফ্রন্ট বিধাননগরের গণতান্ত্রিক মানুষের কাছে বিক্ষোভকারী শিক্ষকদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছে।
Left Front
দুর্নীতি লুকাতে মিথ্যাচার, এসএসসি-তে ক্ষোভ বামফ্রন্টের

×
Comments :0