জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করল সিপিআই(এম)। মঙ্গলবার কলকাতায় মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক সম্মেলনে হামলার নিন্দা করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে পহেলগাঁওয়ের বৈসরনের রিসর্ট এলাকায় গুলি চলেছে। পুলিশ জানিয়েছে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। স্থানীয়রা বলেছেন, পপর্যটকদের ওপর চলেছে গুলি। আক্রমণে ২জনের মৃত্যু খবর মিলেছে। একাধিক আহত আছেন।
বেবি বলেন, ‘‘এই সন্ত্রাসবাদী হামলা অত্যন্ত নিন্দনীয়। আহতদের সুস্থতা কামনা করছি। কিন্তু কেন্দ্রে আসীন বিজেপি সরকার কী করছে? রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করল। ৩৭০ ধারায় দেওয়া মর্যাদা বাতিল করে বলেছিল সন্ত্রাসবাদ মোকাবিলা সহজ হবে। সন্ত্রাসবাদ থাকবে না। কিন্তু টানা কয়েক বছর ধরে হামলা হয়েই চলেছে।’’
সেলিম বলেছেন, ‘‘কাশ্মীরের এই পরিস্থিতির জন্য বিজেপি-কে জবাবদিহি করতে হবে। এই হামলা অত্যন্ত নিন্দনীয়।’’
Jammu And Kashmir Attack
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা বেবি, সেলিমের

×
Comments :0