সাম্প্রতিক সময়ে সবচেয়ে মর্মান্তিক হামলা। দক্ষিণ কাশ্মীরের পহলগামে হামলার পর এই প্রতিক্রিয়া জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।
আবদুল্লা বলেছেন, ‘‘অবিশ্বাস্য নির্মমতা। যারা এই হামলা চালিয়েছে তারা পশু, এরা ঘৃণার পাত্র। নিন্দার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয়।’’
পহেলগামের কাছে বৈসরনের খাড়া পাহাড়ি এলাকায় সেনা বা প্রশাসন পৌঁছানোর আগেই স্থানীয়েরা উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। আধিকারিকরাই জানিয়েছেন নিজেদের ঘোড়ায় আহতদের নিয়ে স্থানীয়রাই নিচে পহেলগামের দিকে আসেন। পহেলগাম হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন ১২ পর্যটক সেখানে ভর্তি আহত অবস্থায়।
কাশ্মীরে এখন পর্যটকের সংখ্যা বাড়ছে। ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। হামলার পরই জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামের রিসর্টগুলি ফাঁকা হতে শুরু করেছে। এদিকে বৈসরনে পাঠানো হয়েছে সেনা হেলিকপ্টার। সন্ত্রাসবাদীদের ধরতে ব্যাপক মাত্রায় অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
Pahalgam Omar Abdulla
পর্যটনকেন্দ্র প্রায় ফাঁকা, আহতদের ঘোড়ায় করে নামিয়েছেন স্থানীয়রা

×
Comments :0