শনিবার সকালের বিধ্বংসী ঝড়ে একাধিক জায়গায় প্রভাব ফেলেছে ইসলামপুরের ব্লকের। মাদ্রাসাতে গাছ ভেঙে পড়েছে, বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ইলেকট্রিকের পোল পড়ে গিয়েছে। একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বিধ্বংসী এই ঝড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়।
বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব দেখা পড়েছে। তবে চাষের জমিও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ভুট্টা, শশা ,ঢেঁড়স, সহ একাধিক চাষের জমি প্রায় নষ্ট হয়ে গেছে বলে জানাচ্ছেন কৃষকেরা। তবে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও দীপান্বিতা বর্মন। তিনি জানান, ঝড়ে পন্ডিত পোতা এক পন্ডিত পোতা ২ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গ্রাম গ্রামগুলিতে ঘুরছি এবং জেলাতে রিপোর্ট পাঠিয়েছি। বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজে নেমেছেন।
Storm in Islampur
বিধ্বংসী ঝড়ে ক্ষয়ক্ষতি ইসলামপুরে
×
Comments :0