Tapan Murder Case

তপনে মহিলা খুনে চাঞ্চল্যকর দাবি পুলিশের

রাজ্য

এই জমিতেই পাওয়া গেছে মহিলার টুকরো দেহ।

এক মহিলার দেহ টুকরো করে কেটে জমির মাটিতে চাপা দিলেও পুলিশি তদন্তে অভিযুক্ত ধৃত তপনে। তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। খুনের পর ট্রাক্টরের রোটাভেটার দিয়ে দেহাংশ কাটা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখা হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলেই অনুমান পুলিশের। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ তদন্ত নেমে তপন ব্লকের রামচন্দ্রপুর পঞ্চায়েতের সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার জানান, পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করেছে ধৃত বেক্তি। আরো তদন্তের স্বার্থে  এদিন অভিযুক্তকে বালুরঘাট আদালতে তুলে পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে। 
উল্লেখ্য, শুক্রবার বিকেলে তপন ব্লকের তরিয়ট এলাকায় চাষের জমি থেকে এক মহিলার পায়ের দেহাংশ উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশের তদন্তে সেই এলাকা থেকে আরো দেহাংশ মেলে। এদিকে গত ১৮ তারিখ থেকে কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার সুরাখা খাতুন নামে এক গৃহবধূ নিখোঁজ হন। এলাকায় মহিলার দেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা জুতো ও পা দেখে ওই মহিলাকে সনাক্ত করেন। মৃতের পরিবারের লিখিত অভিযোগের  ভিত্তিতে তপন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্তে নেমেছে। আটক করা হয়েছে একটি ট্রাক্টর।

Comments :0

Login to leave a comment