স্পিকার পদে বিজেপি প্রার্থীকে সমর্থন করবে জেডিইউ এবং টিডিপি। শুক্রবার জেডিইউ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন জেডিইউ এবং টিডিপি এনডিএ’র অংশ। তারা স্পিকার পদে বিজেপি মনোনীত প্রার্থীকেই সমর্থন করবে।
একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জেডিইউ, টিডিপি সহ বাকি এনডিএ শরিকদের ওপর নির্ভর থাকতে হয়েছে বিজেপিকে সরকার গঠন করার জন্য। রাজনৈতিক মহলে জল্পনা ছিল যে স্পিকার পদের জন্য দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। তবে এদিন ত্যাগী সংবাদমাধ্যমকে যে কথা জানিয়েছেন তাতে ইঙ্গিত মিলেছে যে স্পিকার পদ কোন শরিকদের ছাড়বে না বিজেপি।
২৬ জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশন থেকেই নতুন স্পিকার নির্বাচিত হবেন। এর আগে সুমিত্রা মহাজন, ওম বিড়লার মতো বিজেপি নেতারা স্পিকারের দায়িত্ব সামলেছেন।
Comments :0