Jammu and Kashmir

জম্মু কাশ্মীরে ফের উগ্রবাদী হামলা

জাতীয়

ফাইল চিত্র

জম্মু এবং কাশ্মীরের দোদায় ফের উগ্রবাদীদের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হলো পাঁচ সেনা বাহিনীর আধিকারিক সহ একজন পুলিশ কর্মীর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল মধ্যরাতে আচমকা হামলা চালায় উগ্রবাদীরা। দুই পক্ষের গুলির লড়াই চলতে থাকে। জানা গিয়েছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এই নিয়ে পরপর তিনদিন জম্মু এবং উগ্রবাদীরা হামলা চালালো। খাটুয়ায় উগ্রবাদীদের গুলিতে আহত হন এক নাগরিক। রবিবার যাত্রীবাহী একটি বাসের ওপর হয় হামলায়। সেই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪২ জন আহত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা এলাকা তার ঘিরে রেখে প্রতিটা বাড়িতে উগ্রবাদীদের খোঁজে তল্লাসি চালাচ্ছে। তদন্তকারিদের দাবি বর্ডার পার করেই ভারতে প্রবেশ করছে উগ্রবাদীরা। বর্ডার সংলগ্ন এলাকা এবং গ্রাম গুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে নিয়েছিল মোদী সরকার। সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন জম্মু এবং কাশ্মীরে আর কোন গুলির শব্দ শোনা যাবে না। তৃতীয়বার তিনি যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন তখন জম্মু এবং কাশ্মীরে উগ্রবাদীদের হামলায় নয়জন মানুষ প্রান হারিয়েছেন সেই নিয়ে এখনও পর্যন্ত কোন কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে।  

Comments :0

Login to leave a comment