আগেই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মানিকতলা আসনে তাদের প্রার্থী ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে।
মানিকতলা ছাড়া আরও তিনটি আসনে হবে নির্বাচন। বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুর। ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে এসে লোকসভায় বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী হন।
রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী। যিনি ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন। কিন্তু লোকসভায় তৃণমূল তাকে প্রার্থী করায় বিধায়ক পদ ছাড়তে হয়। তবে লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন।
রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারি। যিনি কৃষ্ণ কল্যাণীর মতো বিজেপি থেকে তৃণমূলে আসে। তারপর লোকসভা প্রার্থী হওয়ার জন্য বিধায়ক পদ ছাড়েন। তারপর হেরেও যান।
সোমবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে ১০ জুলাই। ১৩ জুলাই হবে ভোট গণনা।
Comments :0