সোমবার ভোরে বাড়ির কাছেই খুন হলেন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তাঁকে গুলি করে খুন করা হয়। এই খুনের ঘটনায় এক দুস্কৃতীকে পিটিয়ে মারা হয়েছে। জোড়া এই খুনের ঘটনা ঘটে জয়নগর থানার বামনগাছি অঞ্চলে। পুলিশ এক দুস্কৃতীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনায় তৃণমূলের অন্তর্কলহ বলে অভিযোগ তুলেছেন সিপিআইএম দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী। সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এলাকার দখল দারি ও লুটের টাকার বখরা নিয়ে তৃণমূল নিজেদের মধ্যে খুনোখুনি করছে। এর আগে জয়নগরের বিধায়ককেও খুনের চেষ্টা করে।
বামনগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান সইফুদ্দিন লস্করের স্ত্রী। নিহত তৃণমূল নেতা নিজেও গ্রাম পঞ্চায়েতের সদস্য। গোটা অঞ্চল তাঁর দখলে।
এদিকে জয়নগরে জোড়া খুনের ঘটনায় বারুইপুর পুলিশ জেলার পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। ধৃত দুস্কৃতীকে জিজ্ঞাসা করা হচ্ছে। খুনের মোটিভ জানার চেষ্টা করা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানান। খুন, পাল্টা খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
Comments :0