Soham Chakraborty

রেস্তোরাঁ মালিককে মারধর তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহমের

রাজ্য

অভিষেকের নামে কটু কথা বলেছেন রেস্তোরাঁ মালিক। মারধরের পর এমনই যুক্তি দিলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। 

নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে মারধর করেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। তৃণমূল বিধায়কের দাবি, রেস্তরাঁ মালিক তাঁর সাথে খারাপ ব্যবহার করেন, কিন্তু (তৃণমূল নেতা) অভিষেকের নামে ‘বাজে কথা বলায় তিনি মাথা ঠিক রাখতে না পেরে’ মারধর করেন। এক কথায় তাঁর দলনেতার বিরোধিতা করায় তিনি তাকে মারধর করেছেন।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে বিরোধীদের ওপর আক্রমণ চলছে। কোথাও পার্টি অফিস ভাঙা হচ্ছে তো কোথাও সিপিআই(এম)’এর বা অন্য বিরোধী দলের পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে। অসহিষ্ণু, হিংস্র মনোভাবের প্রতিফলন অভিনেতার আচরণেও। 

তবে তৃণমূল বিধায়ক নিজের কাজ নিয়ে কোন অনুশোচনা প্রকাশ করেননি। উল্টে বড়াই করে তা বলছেন। সোহম বলেন, ‘‘দুচারটে চড় মেরেছি, ধাক্কা দিয়েছি। আমরা দিনের শেষে তো একটা মানুষ। আমাদেরও আবেগ অনুভূতি থাকে। আর অভিষেকের নামে বললে তো মানব না।’’ ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এসে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। উল্টে গ্রেপ্তার করেছে রেস্তরাঁর এক কর্মীকে।

রেস্তোরাঁ মালিকের বক্তব্য একেবারেই আলাদা। জানা যাচ্ছে রাতে ওই রেস্তরাঁয় শুট করছিলেন তৃণমূলের তারকা বিধায়ক। বাইরে গাড়ি রাখা নিয়ে তার নিরাপত্তারক্ষীদের সাথে কথা কাটাকাটি হয় রেস্তরাঁ মালিকের। সেই থেকে শুরু হয় ঝামেলা। পুলিশ কিন্তু কোনও অভিযোগ নেয়নি, বলছেন রেস্তোরাঁ মালিক। তাঁকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয় যে কোনও অভিযোগ নেই। এমনকি মারধরের কথা নিজে মুখে জানিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়ক। 

Comments :0

Login to leave a comment