SRIJAN BHATTACHARYA RALLY SRICOLONY

বন্ধ করতে হবে অন্যায়, সংসদে তাই সৃজন: আহ্বান শ্রীকলোনিতে

কলকাতা

শনিবার টালিগঞ্জের শ্রীকলোনিতে সৃজন ভট্টাচার্যের সমর্থনে জনসভার একাংশ।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিল পাশের সময় সংসদে কেন গরহাজির থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা? কেন থাকেননি যাদবপুরের সাংসদ? 
কেমন সংসদ চলছে দেশে, যেখানে জমি থেকে স্বাস্থ্য পেটের ভাত কেড়ে নেওয়ার আইন হয়। বদলাতে হবে সংসদের এই চেহারা। জয়ী করতে হবে বামপন্থীদের। নির্বাচনী বন্ডের নামে মানুষের টাকা লুটের রাজনীতিতে বন্ধ করতে হবে। 
যাদবপুর লোকসভা কেন্দ্রের শ্রীকলোনিতে যুব সঙ্ঘের মাঠে বিশাল সমাবেশে এই আহ্বান জানালো সিপিআই(এম)। বক্তব্য রেখেছেন প্রার্থী সৃজন ভট্টাচার্য, যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। বক্তব্য রেখেছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। 
সৃজন বলেছেন, ‘‘আমরা কলকাতা একালার বাসিন্দারা যে সংস্থার থেকে বিদ্যুৎ কিনি তারাই নির্বাচনী বন্ডে তহবিল ভরেছে তৃণমল কংগ্রেসের। তহবিল ভরেছে বিজেপি’র। আর বিদ্যুতের দাম চড়া, আরও চড়া হয়েছে। আমাদের মাসুল দিতে হয়েছে, তহবিল ভরেছে বিজেপি, তৃণমূলের।’’
মীনাক্ষী বলেছেন, ‘‘সৃজনকে জয়ী করার আবেদন জানাচ্ছি। ব্যক্তির জয় নয়, লালঝাণ্ডার জয়। যে ওষুধ বাইরের দেশে নিষিদ্ধ আমাদের দেশে তা চলছে। আর দেখুন, নির্বাচনী বন্ডে বেশিরভাগ টাকা দিচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি। যার ৮ হাজার টাকা বেতন, ওষুধের দোকানে দিয়ে আসতে হচ্ছে তাঁকে ৪ হাজার টাকা। বৃদ্ধ বাবা-মায়ের ওষুধের খরচ বাড়ছে। বাড়ছে মেডিক্লেমের কিস্তি।’’
মীনাক্ষী বলেছেন, ‘‘অন্যয়ের প্রতিবাদ করে বলেই বামপন্থীদের আটকাতে সব এক হয়ে নেমেছে। সংসদে ঢুকতে দেওয়া যাবে না। সৃজন মানে লালঝাণ্ডা, যে মানুষের হয়ে সংসদে লড়াই করতে পারবে। তাই সৃজন ভট্টাচার্যকে ভোট দিন। কাস্তে হাতুড়ি তারায় ভোট দিন।’’
তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করেই বলেছেন মীনাক্ষী, ‘‘পতাকা যাঁরা লাগাচ্ছেন, ভাই, টাকা ডিয়ার লটারির নয় তো! তৃণমূলের নেতারা দিব্যি আছে। ভাইপোকে বাঁচাতে পিসি আলাদা করে বৈঠক করে আসছে। কিন্তু রাজ্যের কী অবস্থা।’’ 
কলকাতায় পরিবহণের বাস কমে যাওয়া, সেই সঙ্গে যুক্ত পরিবহণ কর্মীদের কাজ চলে যাওয়া, অটোচালকদের রেজিস্ট্রেশন থেকে রাস্তায় গাড়ি চালানোর জন টাকা দেওয়া, পুলিশের জবরদস্তির বিরুদ্ধেও সররব হয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক।
আর এসএফআই’র প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন বলেছেন, ‘‘শিক্ষার কী অবস্থা। কর্পোরেশন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি স্কুল বন্ধের মুখে। পড়াশোনা হয়ে যাচ্ছে সেলফ ফাইনান্সিং- মানে নিজের পয়সায় নিজে পড়। সাধারণ বাড়ি, নিম্নবিত্ত বাড়ির ছেলেমেয়েরা পড়বে কোথায়।’’

Comments :0

Login to leave a comment