পাহাড়ের পাশাপাশি সমতলেও হচ্ছে ভারী বৃষ্টি। ফুঁসছে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদী। নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি বসতি এলাকায় ঘুরছে বুনো হাতির পাল।
বৃহস্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি। উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে। পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ি ঝোরাগুলিতে বেড়েছে জলের স্রোত। এলাকার বাসিন্দাদের পাশপাশি বন্য প্রাণীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।
শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পরে বুনো হাতির দল। রাতভর ওই এলাকার কৃষি ফসল তছনছ করে। গ্রামবাসীদের মতে, হাতির দল ঘোরাঘুরি করতে থাকায় ফসলের প্রচুর ক্ষতি হয়। মাঠের ফসল বাঁচাতে হাতির পাল তাড়াতে নামেন গ্রামবাসীরাই।
খবর পেয়ে হাতির পালের ওপর নজরদারি শুরু করেছে বন বিভাগ। শহরের এত কাছে হাতির দল চলে আসায় শুক্রবার সকালে আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহরেও। তবে সকালে জঙ্গলের দিকে হাতির দল ফিরে যাওয়ায় স্বস্তি ফেরে জলপাইগুড়িতে।
JALPAIGURI RAIN ELEPHANT
অবিরাম বৃষ্টিতে দিশেহারা হাতির পাল শহরের কাছে
×
Comments :0