Elephant attack

ফের হাতির হামলায় মৃত দুই, জখম ২

জেলা

শনিবারের পর রবিবার আবার হাতির আক্রমণে প্রাণ হারালেন দুইজন। আহত হয়েছেন দুই মহিলাও। এদিন সকাল ৯ টা নাগাদ আনন্দপুর চা বাগানের স্কুল লাইনের বাসিন্দা রাজেন ওরাও(৫২) ষোলোঘরিয়া এলাকায় মেচবস্তী যাওয়ার রাস্তায় নতুন গ্রামীণ সড়ক থেকে ৫০ মিটার দূরে জঙ্গলে জ্বালানী সংগ্রহ করতে গেলে এক বুনো হাতি বেরিয়ে এসে হামলা চালায়। শুড় দিয়ে পেচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলে মারা যান রাজেন ওরাও। দুপুর ১২টা নাগাদ জঙ্গলে জ্বালানী সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে নিহত হন আপিসার রহমান(৫৫) নামে এক ব্যক্তি। হাতির আক্রমণে জখম হন কুলসুম নেহার(৫০) ও লায়লা বেগম(৪৫) নামে দুই মহিলা। আহতদের বাড়ি রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের উত্তর বারোঘরিয়া এলাকায়। জানা গেছে বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে বারঘরিয়া শালবাড়ি জঙ্গলে গিয়েছিলেন জ্বালানী কাঠ আনতে। সেখানে আচমকা এক বুনো হাতি আক্রমণ চালায়। হাতির আক্রমনে আপিসার রহমান ঘটনাস্থলে মারা যান। দৌড়ে পালাতে গিয়ে আহত হন কুলসুম নেহার ও লায়লা বেগম। তাদেরকে প্রথমে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মাল সুপার স্পেসালিটি হাস্পাতালে পাঠান হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও আপালচাদ রেঞ্জ অফিসারও। বনদপ্তরের আধিকারিকরা বলেন, আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ দুইটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
শনিবার সাকালে জঙ্গলে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে নুরনেহার বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। হাতি তাঁর বা পায়ের নিচের অংশ পিষে দেয়। অচৈতন্য অবস্থায় জঙ্গলের মধ্যেই পড়ে ছিলেন তিনি। তাঁকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন হাতির আক্রমণে প্রাণ হারালেন দুই জন। আহত হয়েছেন দুই মহিলাও।

Comments :0

Login to leave a comment