Teachers Injured

স্কুলে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, দগ্ধ ২ শিক্ষিকা

জেলা

স্কুলের ভিতরে এল পিজি গ্যাস সিলেন্ডারের পাইপ লিক করে আগুনে ঝলসে গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষিকা ও স্কুলের সহকারী একজন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে লিলুয়া থানার অন্তর্গত দিবাকর ভট্ট এস আর সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন সকাল ছয়টা নাগাদ স্কুলে শিক্ষক শিক্ষিকা সহ ছোট ছোট ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে শুরু করেন। স্কুল শুরুর আগে স্কুলের সামনে প্রার্থনা শুরুর জন্য ছাত্র ছাত্রীরা লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে স্কুলের মিড ডে মিল রান্নার ঘরে বিকট আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনেই স্কুলের ভিতরে সহকারী শিক্ষক শিক্ষিকারা গিয়ে দেখেন স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী ও সহকারী শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্মের শরীরে আগুন লেগে গেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। দুইজন শিক্ষিকাকে উদ্ধার করে কলকাতার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হন চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ ও দমকল কর্মীরা। দমকল কর্মীরা গ্যাস সিলেন্ডার স্কুলের বাইরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে রাখেন। স্কুলের মিড ডে মিলের রান্নার ঘরে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়। স্কুলের অভিভাবকরা বলেন, স্কুলে ক্লাশ চলাকালীন সময়ে এই ঘটনা ঘটলে বহু ছোট ছোট ছাত্র ছাত্রী আহত হতে পারতো। 

Comments :0

Login to leave a comment