পহেলগামের সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করলো রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পর্ষদ। শনিবার নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এর পাশাপাশি যারা এই হামলায় মদত দিয়েছে তাদেরও বিচার প্রক্রিয়ার আওতায় আনা উচিত বলে পরিষদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই অপরাধীদের ধারার জন্য এবং তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সমস্ত সদস্য দেশ গুলোকে সহায়তা করতে হবে।
উল্লেখ্য বর্তমানে পাকিস্তান নিরাপত্তা পরিষদের আমন্ত্রিত সদস্য। এই বিবৃতি প্রকাশের আগে ১৫টি সদস্য দেশের সাথে আলোচনা করা হয়েছে। পারস্পরিক আলোচনার পরই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৬ জনের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়েছে। পরিষদের সদস্য দেশ গুলোর পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাবাদ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য বিপদ। যে কোন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিন্দনীয় এবং শাস্তি যোগ্য।
শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সচিব অ্যান্টনিও গ্রুটেসের মুখপাত্র জানিয়েছেন যে কাশ্মীর হামলার ঘটনার ওপর রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে সব সময় নজর রাখা হচ্ছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে নিশানা করেছে ভারত। একাধিক কুটনৈতিক পদক্ষেপও নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। বাতিল করা হয়েছে ভারতে আসা পাকিস্তানের নাগরিকদের ভিসাও। উল্লেখ্য এই সন্ত্রাসবাদী হামলার দায় যেই সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন নিষিদ্ধ ‘দ্যা রেসিস্ট্যান্স ফ্রন্ট’ এই নাশকতা তাদের বলে দাবি করেছে।
Comments :0