উত্তরকাশির পুলিশ সুপার অর্পন যদুবংশী জানিয়েছেন সিল্কিয়ারা থেকে দান্দালগাঁও পর্যন্ত একটি টানেল তৈরির কাজ চলছিল। সেই নির্মীয়মান টানেলের একটি অংশ রাতের দিকে ধস নামে। ২০০ মিটার এলাকা ধস নামে বলে তিনি জানিয়েছেন। প্রশাসন এবং নির্মান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে ভিতরে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বাইরে আনার।
জেলা শাসক এবং এসপির উপস্থিতি রাজ্যের বিপর্যয় মোকাবিলার একটি দল উদ্ধার কাজ শুরু করেছে।
Comments :0