MD SALIM SFI

দেশের ঐক্য, রুটি-রুজির পক্ষেই চলবে লড়াই: সেলিম

রাজ্য

শনিবার মৌলালি যুবকেন্দ্রে ‘ছাত্রসংগ্রাম’-র প্রতিষ্ঠা বার্ষিকীতে মহম্মদ সেলিম। মঞ্চে ছাত্র নেতৃবৃন্দ।

প্রতীম দে

‘‘নিজেকে অবতার বলেছিলেন প্রধানমন্ত্রী। মানুষ তাঁকে আসল জায়গা দেখিয়ে দিয়েছে। আমরা দেশের ধর্মনিরপেক্ষ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার আহ্বান রেখে ছিলাম। কারণ আমাদের এই ঐতিহ্যকে ভাঙার চেষ্টা করা হয়েছিল। বিজেপি চেয়েছিল ধর্মের ভিত্তিতে ভোট পার করতে, পারেনি।’’ 
শনিবার মৌলালি যুবকেন্দ্রে এসএফআই’র কর্মসূচিতে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রাক্তন ছাত্রনেতা বলেছেন, ‘‘দেশের মানুষকে ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। বামপন্থীরা এর বিরুদ্ধে। আমাদের কাজ দেশের ঐক্যকে ধরে রাখা। মানুষের রুটি রুজির কথা, দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াই করতে হবে আমাদের। দক্ষিণপন্থীদের মূল লক্ষ্য বামপন্থীদের শেষ করা। আমাদের চেষ্টা করতে হবে নিজস্ব মতাদর্শ নিয়ে এগিয়ে যেতে।’’
শনিবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে ‘ছাত্রসংগ্রাম’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন সেলিম। বক্তব্য রাখেন এসএফআই নেতৃবৃন্দ। এখানেই ‘অনিল বিশ্বাস স্মারক’ বক্তৃতা দেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও।
সেলিম বলেন, ‘‘এটাই প্রথম শিক্ষা যে একসাথে দেশের মানুষ যখন কোন সিদ্ধান্ত নেন তার সাথে সব কিছুর যোগ থাকে। দেশ সমস্বরে অবস্থান নিল দেশের বৈচিত্র্য, বহুত্ববাদকে ধরে রাখার পক্ষে।’’

Comments :0

Login to leave a comment