বিহারের ছ’টি জেলায় স্তন্যদানকারী মায়ের দুধে পাওয়া গেলো ইউরেনিয়াম। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এমনই তথ্য জানা গিয়েছে। ১৭ থেকে ৩৫ বছর বয়সি মোট ৪০ জন মহিলার স্তন্যদুগ্ধের নমুনা পরীক্ষা করে গবেষকরা জানান, ১০০ শতাংশ নমুনাতেই ইউরেনিয়ামের উপস্থিতি ধরা পড়েছে। যদিও গবেষকদের দাবি, এই উপস্থিতি স্বাস্থ্যঝুঁকি তৈরি করার মতো মাত্রায় নয়।
রিপোর্টে বলা হয়েছে বিহারের ভোজপুর, সমস্তিপুর, বেগুসরাই, খাগড়িয়া, কাটিহার এবং নালন্দা জেলায় এই গবেষণার কাজ হয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই, মোট প্রায় তিন বছর ধরে চলেছে এই কাজ চলেছে। আর তাতেই উঠে এসেছে এই তথ্য।
গবেষণায় দেখা গিয়েছে, প্রতিটি জেলায়ই স্তন্যদুগ্ধে ইউরেনিয়াম পাওয়া গেলেও মাত্রার দিক থেকে পার্থক্য রয়েছে। সবচেয়ে বেশি ইউরেনিয়াম ধরা পড়েছে কাটিহার জেলায়, যেখানে সর্বোচ্চ মাত্রা ৫.২৫ µg/L।
শিশু রোগ বিশেষজ্ঞদের কথায়, স্তন্যদুগ্ধে ইউরেনিয়ামের কোনও বিশ্বস্বীকৃত অনুমোদিত সীমা নেই।
রিপোর্টে বলা হয়েছে, ইউরেনিয়ামের উপস্থিতি শিশুদের স্নায়বিক বিকাশ, আইকিউ কমে যাওয়া বা আচরণগত সমস্যা দেখা দিতে পারে। ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকিও রয়েছে বলে মনে করা হচ্ছে।
কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে? গবেষকদের কথায় অনেক সময় ভূগর্ভস্থ জলের দূষণের কারণে বা দূষণের জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। ফসলে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারও অনেক সময় এই বিপদ ডেকে আনতে পারে।
Bihar
বিহারে মায়ের দুধে পাওয়া গেলো ইউরেনিয়াম
×
Comments :0