Md Salim

জীবিকা, অধিকারের ভাষ্য জোরালো করতে ‘বাংলা বাঁচাও যাত্রা’, বলছেন সেলিম

রাজ্য

বাংলা বাঁচাও যাত্রা-র পোস্টার।

মন্দির-মসজিদ, জাত-ধর্ম থেকে বাংলাদেশি-রোহিঙ্গা ভাষ্যের রাজনীতিকে চ্যালেঞ্জ ছুঁড়বে বামপন্থা। সেই লক্ষ্যে জনতার জীবন-জীবিকার অধিকারের পক্ষে ‘বাংলা বাঁচাও যাত্রা’ করবে সিপিআই(এম)। ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর চলবে এই কর্মসূচি।
সিপিআই(এম) রাজ্য কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল আগেই। বৃহস্পতিবার কর্মসূচির সূচি ঘোষণা করলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কোচবিহারের তুফানগঞ্জ থেকে উত্তর ২৪ পরগনার কামারহাটি পর্যন্ত হবে এই যাত্রা। 
এদিন কলকাতায় মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, মন্দির-মসজিদ থেকে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার মতো জীবিকার এবং জীবনের বিষয় রাজনীতির কেন্দ্র করতে চাইছি। 
সেলিম বলেন, বিশ্বাস রয়েছে মানুষের সাড়া পাবো। সাড়া অতীতে পেয়েছি। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার। তা ঘটছে, চলমান এই প্রক্রিয়া। এই কর্মসূচি সেই প্রয়াসের একটি অংশ। 
পরিযায়ী শ্রমিক, বিড়ি শ্রমিক, গিগ শ্রমিক, রেগা শ্রমিকের দাবি থাকবে কর্মসূচিতে। থাকবে ক্ষুদ্র ঋণের জাল থেকে মহিলাদের বাঁচানোর দাবিও। 
সেলিম বলেন, বামফ্রন্ট সরকারের সময়ে বিষয় ছিল ক্ষুদ্র সঞ্চয়। এখন চলছে ক্ষুদ্র ঋণের নামে ঋণগ্রস্ততা। কেরালায় স্বনির্ভর গোষ্ঠীর বিপুল সম্পদ হয়েছে। আমাদের রাজ্যে তাকে ধ্বংস করা হয়েছে।
এর আগে তৃণমূল চিট ফান্ডের দালাল, প্রোমোটার, মালিক হয়েছে। এখন তারাই এমএফআই চালিয়ে লক্ষ লক্ষ মহিলাকে ঋণগ্রস্ত করছে। কেন্দ্র সুদের ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে।
তিনি জানান, ‘বাংলার মেয়েদের বাঁচাও’ স্লোগানও রয়েছে যাত্রায়। তিনি বলেন, পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে। এখন তৃণমূলের নেতারা তৃণমূলের মহিলা সদস্যদের ধর্ষণ করছে। পাঁশকুড়া হাসপাতাল, সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ হয়েছে। তৃণমূল নেতারা দায়ী। আদিবাসী মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। 
তিনি বলেন যে অনলাইন জুয়া, মদ, ডিয়ার লটারিতে তৃণমূলের লাভ হচ্ছে। সব হচ্ছে ভাইপোকে তোলা দিয়ে। অসংখ্য পরিবারকে ভাঙছে, গ্রামে লুটের রাজত্ব কায়েম হচ্ছে, মস্তান বাহিনী বাড়ছে, গার্হস্থ্য হিংসা বাড়ছে। খেটে খাওয়ার বদলে সস্তা বিকৃত পথের হাতছানি দেওয়া হচ্ছে। তা থেকে বাংলাকে বাঁচানোর ডাক দেওয়া হয়েছে। 
যাত্রা কর্মসূচিতে পদযাত্রা, বাইক থাকবে। জেলা এবং স্থানীয় স্তরে স্থানীয় দাবিতেও হবে মিছিল কর্মসূচি। 
জমির অধিকার, কৃষিজমি লুট থেকে জলাভূমি লুট, নদী ভাঙনে বিপর্যস্ত জনতার পক্ষে দাবি এবং প্রচারও চালাবে সিপিআই(এম)।  
সেলিম বলেন, ইংরেজদের সময়ে তাঁতিদের জীবিকা ধ্বংস করা হয়েছিল। আজ ক্ষুদ্র উৎপাদকদের এভাবেই ধ্বংস করা হচ্ছে। কৃষকদের কৃষিজমি থেকে উৎখাত করার চেষ্টা হচ্ছে। মৎস্যজীবীদের জলাভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। চা-বাগানেও উচ্ছেদের চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র থেকে বাংলাকে বাঁচাতে হবে।

Comments :0

Login to leave a comment