WBJEE

প্রকাশিত হলো জয়েন্টের ফলাফল, প্রথম বাঁকুড়ার কিংশুক

রাজ্য

রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে জয়েন্টের ফলাফল। বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা সাংবাদিক সম্মেলন করে মেধা তালিকা প্রকাশ করেন। 
কিংশুক বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ পাল। তৃতীয় স্থানে আছেন কল্যাণীর বিশপ মোরো স্কুলের বিবাশ্বন বিশ্বাস। প্রথম তিনে না থাকলে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ময়ুখ চৌধুরি।
রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কোর্সের ভর্তির জন্য প্রতি বছর প্রবেশিকা পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। লিখিত পরীক্ষায় যোগ্যতা নির্ণয়ের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে কে, কোন কলেজে, কোন বিষয়ে ভর্তির সুযোগ পাবে, তা জানায় বোর্ড। এবছর ফলাফল প্রকাশ হওয়ার পর একই পদ্ধতিতে ভর্তি হতে পারবে সফল পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, লোকসভা ভোট চলাকালীন ২৮ এপ্রিল এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে।

Comments :0

Login to leave a comment