Chopra Tea Garden

চা বাগানের দখল কে কেন্দ্র করে চোপড়ায় চলল গুলি, আহত দুই শ্রমিক

রাজ্য

ফের  চোপড়া ব্লকের দাসপাড়া এলাকাতে চা বাগানের দখল কে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দেখা যায়। ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালি গ্রামে ডানকান গোষ্ঠীর ফেলে যাওয়া একটি চা বাগানে পাতা তোলা কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষই শাসক দল ঘনিষ্ঠ। তাদের মধ্যে শাসক দলের উচ্চ নেতৃত্বের ঘনিষ্ঠ মাফিয়ারা বাগান দখল করতে চায়। যারা ওই বাগানে চাষ করে পাতা ফলিয়েছে তারা প্রতিরোধ করে। ঘটনাস্থলে দুই পক্ষই লাঠি বল্লম পাথর আক্রমণ করে এমনকি সেখানে গুলি চালানোর অভিযোগ পাওয়া যায়। ঘটনায় দুইজন গুলি বৃদ্ধ হয়ে দোলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনা কমবেশি কুড়িজনের মতন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দাস পাড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। ইসলামপুর পুলিশ জেলার এসপি জিবি থমাস বলেন, ‘‘চা পাতা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের খবর পাওয়া গেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। সেখানে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেলেও পুলিশ কোন প্রমাণ পায়নি। ঘটনা তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।’’

Comments :0

Login to leave a comment