বইকথা — নতুনপাতা
'কিশোর সঞ্চয়ন’ কিশোর জীবনের পরতে আঁকা গল্পের আকাশ
সৌরভ দত্ত
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর কিশোর উপন্যাস,গল্প , ভ্রমণ, স্মৃতিকথা ও কবিতার সংকলন ‘কিশোর সঞ্চয়ন’।বইয়ে স্থান পেয়েছে উপন্যাস মরণের ডঙ্কা বাজে।এ উপন্যাস মুখ্য চরিত্র হুগলির ছোট এক গ্রামের বাসিন্দা সুরেশের অসহ্য জীবন ও নানা দ্বন্দ্বের সংঘাত। বইয়ের গল্পগুলির মধ্যে প্রথম গল্প মায়া। যেখানে চুরি না করেও দোষী সাব্যস্ত হতে হয় কথককে।‘জাল’ গল্পে হাজারিবাগ জঙ্গলের কাহিনি রয়েছে।নগর ও গ্রাম সভ্যতার সংঘাত আছে।‘পৈতৃক ভিটা’ গল্পে মধুমতী নদীর ওপরেই দোকানের প্রকাণ্ড কোঠা বাড়িটার কথা আছে।‘রঙ্কিণী দেবীর খড়্গ’ গল্পটি শুরু হচ্ছে এইভাবে–“জীবনে অনেক জিনিস ঘটে,যাহার কোন যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না–তাহাকে আমরা অতিপ্রাকৃত বলিয়া অভিহিত করি।”রমা বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা সহ এই গ্রন্থে গদ্যকার এর চিঠি এবং কবিতা ও এক অনাবিল সারল্য ও অরণ্য প্রিয় জীবন যাপনের গল্প উঠে এসেছে।
বইয়ের নাম–‘কিশোর সঞ্চয়ন’
প্রকাশক–ঋতম
প্রচ্ছদ–গণেশ বসু
Comments :0