ভর্তির সময় শিশুর সব নথি পরীক্ষা করতে হবে। কোনও নথি না থাকলে ভর্তি নেওয়া হবে না স্কুলে।
‘অবৈধ বাংলাদেশী অভিবাসী’ ঠেকাতে এমনই নির্দেশিকা জারি করেছে দিল্লির ‘আপ’ সরকারের শিক্ষা দপ্তর।
কড়াকড়ির জেরে, বিশেষ করে, বাংলাভাষী বহু পরিযায়ী পরিবার সমস্যায় পড়ছে। দিল্লির রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছে সিপিআই(এম)। ছাত্র সংগঠন এসএফআই-ও এই নির্দেশিকার বিরোধিতা করেছে।
সিপিআই(এম) দিল্লি রাজ্য কমিটি বিবৃতিতে বলেছে, বিভিন্ন সময়েই দেখা যায় পরিযায়ী শ্রমিকদের পরিবারে ভর্তির সময় শিশুর সব নথি থাকে না। তার জন্য ভর্তি বন্ধ করা হলে এই শিশুদের শিক্ষার সুযোগই বন্ধ হয়ে যাবে।
চলতি বছরের এপ্রিলে দিল্লি রাজ্য সরকারের নির্দেশিকা যদিও উলটো কথা বলেছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে উদ্বাস্তু, শরণার্থী, পরিযায়ী, অনাথ, প্রতিবন্ধী বা আশ্রয়হীন শিশুদের ক্ষেত্রে নথির অভাবে ভর্তি আটকানো যাবে না।
সিপিআই(এম) দিল্লি রাজ্য সম্পাদক অনুরাগ সাক্সেনা বলেছেন, নতুন নির্দেশিকা বস্তুত দিল্লি সরকারেরই এপ্রিলের নির্দেশিকার বিরোধী। তাছাড়া শিক্ষার অধিকার আইনকেও অমান্য করছে।
সিপিআই(এম) বলেছে, আরএসএস-বিজেপি’র চালু কৌশল হলো বিরোধী পরিচালিত রাজ্যকে অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে দায়ী করা। যেমন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এই অভিযোগ তুলেই সদলবলে নেমেছিল বিজেপি-আরএসএস। তবে জনতার রায়ে সেই কৌশল পরাজিত হয়েছে। এই প্রচারে ভুলিয়ে দেওয়া হয় যে আন্তর্জাতিক সীমান্তে পাহারার দায়িত্ব কেন্দ্রের সরকারের।
সেই সঙ্গে আম আদমি পার্টির অবস্থানেরও সমালোচনা করেছে সিপিআই(এম)। সাক্সেনা বলেছেন, ধর্মীয়-ভাষাগত-জনগোষ্ঠীগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রশ্নে ‘আপ’-র দোলাচল দেখা যাচ্ছে। দিল্লির ‘সুশাসন মডেলের’ যে প্রচার তারা করে তার পক্ষে এই অবস্থান সঙ্গতিপূর্ণ হচ্ছে না।
এসএফআই দিল্লি রাজ্য সভাপতি এস এলামন এবং সম্পাদক ঐশী ঘোষ বলেছেন, বিজেপি’র উগ্র হিন্দুত্ব মোকাবিলায় আপ সরকার নরম হিন্দুত্বের পথ নিতে চাইছে। দিল্লির দাঙ্গার সময়ও আ‘প’-র অবস্থানে এই দোলাচল দেখা গিয়েছে। ‘আপ’ সরকারের উচিত ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব শিশুর শিক্ষা নিশ্চিত করা।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাদেশী খুঁজতে অভিযানে নামে। তখনও দেখা গিয়েছিল যে বাংলাভাষী, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী বিভিন্ন পরিবার জেরার মুখে পড়ছে। অথচ, কাজের সূত্রে এমন বহু পরিবার দীর্ঘদিন দিল্লিতে রয়েছে।
Delhi Admission CPIM
বাংলাদেশী’সন্দেহে শিশুদের ভর্তি আটকানোর প্রতিবাদ সিপিআই(এম)’র
×
Comments :0