Mid Day Mill Workers Conference

দার্জিলিঙ মিড ডে মিল কর্মী ইউনিয়নের সম্মেলন

জেলা

Mid Day Mill Workers Conference

সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন দার্জিলিঙ জেলা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিলিগুড়ি কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের হল ঘরে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। মিড ডে মিল কর্মী ইউনিয়ন দার্জিলিঙ জেলা শাখার প্রথম সম্মেলনকে সামনে রেখে প্রায় দেড় শতাধিক মিড ডে মিল কর্মী প্রতিনিধিদের সুসজ্জিত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসমিচক হয়ে কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের সম্মেলনস্থলে এসে শেষ হয়। এরপর সেখানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক সনৎ ব্যানার্জি। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেছেন মদন সাহা। প্রতিবেদনের ওপর সাতজন প্রতিনিধি আলোচনা করেন।  


জাতীয় ও রাজ্য পরিস্থিতির বিভিন্ন প্রসঙ্গে সোচ্চারিত হয়ে রাজ্য যুগ্ম সম্পাদক সনৎ ব্যানার্জি বলেন, বেকারত্ব, লাগামছাড়া মূল্যবৃদ্ধি জ্বালায় জ্বলছে সাধারন গরীব মানুষ। কেন্দ্রের মোদী সরকার আচ্ছে দিনের নামে রাষ্ট্রীয় সম্পদ, লাভজনক সংস্থা, বীমা, রেল, ডাক, ব্যাঙ্ক, বিদ্যুৎ প্রতিরক্ষা সব কিছু বেসরকারী হাতে তুলে দিতে চাইছে। আর রাজ্য সরকারও গরীব মানুষকে ঠকাচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে। অত্যন্ত সুকৌশলে দুই সরকার তাদের মধ্যে গোপন আঁতাত গড়ে তুলে মূল্য সমস্যা থেকে গরীব মানুষের নজর অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছে। শ্রমজীবি মহিলাদের জীবনউন্নয়নের কোন উদ্যোগ নেই সরকারের। অথচ এই সময়কালে রাজ্য সহ গোটা দেশে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে পড়েছে। আপাতমস্তক দুর্নীতিতে ডুবেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি রান্নার গ্যাস ওষুধপত্র সব কিছুর দামই আকাশ ছোঁয়া। কেন্দ্র ও রাজ্য এই দুই সরকার মিলিতভাবে মিড ডে মিল কর্মীদের প্রতি বঞ্চনার আঘাত হেনেছে। ফলে মিড ডে কর্মীদের ভবিষ্যৎ এই সময়ে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নিজেদের স্বার্থেই ন্যায্য দাবি আদায়ে মিড ডে মিল কর্মীদের আরো শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। 


সম্মেলনের সফলতা কামনা করে সিআইটিইউ দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক বলেন, গোটা রাজ্য জুড়ে মিড ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে লড়াই আন্দোলন চলছে। কিন্তু মিড ডে মিল কর্মীদের মানোন্নয়নে রাজ্য সরকার উদাসীন। বর্তমান দ্রব্য মূল্য বৃদ্ধির নিরিখে মিড ডে মিল কর্মীদের ন্যূনতম আট হাজার টাকা দেওয়া ও মিড ডে মিল কর্মীদের দশ মাসের পরিবর্তে বারো মাসের বেতন দেওয়া, গোটা রাজ্য জুড়ে মিড ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে সম কাজে সম মজুরি দেওয়া, মিড ডে মিল কর্মীদের ছাঁটাই  বন্ধ করার সহ বিভিন্ন দাবিতে মিড ডে মিল কর্মীদের ঐক্যবদ্ধ হবার কথা বলেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা বিমল পাল ও মহিলা নেত্রী রত্না চৌবে। উপস্থিত ছিলেন তিলক গুন প্রমুখ। সম্মেলন থেকে সভাপতি ও সম্পাদক হিসেবে যথাক্রমে অঞ্জলি ছেত্রী ও মদন সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে কৃষ্ণা রায়কে মনোনীত করে ২১ জনের নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment