GK \ LAKH BABY MOTHER — TAPAN KUMAR BAIRAGAY \ NATUNPATA \ 20 DECEMBER 2024

জানা অজানা \ লক্ষাধিক সন্তানের মা \ তপন কুমার বৈরাগ্য \ নতুনপাতা \ ২০ ডিসেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

GK  LAKH BABY MOTHER  TAPAN KUMAR BAIRAGAY  NATUNPATA  20 DECEMBER 2024

জানা অজানা

লক্ষাধিক সন্তানের মা
তপন কুমার বৈরাগ্য

নতুনপাতা

আমরা জানি প্রত্যেকটি প্রাণীরই একটি করে পেট থাকে।
কিন্তু পিঁপড়েদের দুটি করে আলাদা আলাদা পেট থাকে।একটি পেট থাকে ,যেখানে খাদ্য পৌঁছানোর পর পরিপাক হয়ে যায়।আর একটি পেট থাকে যেখানে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত থাকে।কোনো কারণে খাদ্যের অভাব দেখা দিলে সঞ্চিত পেট থেকে পরিপাকের পেটে সঞ্চিত খাদ্য পৌঁছে যায় ।একটা মজার ব্যাপার সঞ্চিত খাদ্য ফুরিয়ে গেলে পিঁপড়েরা দ্রুত খাদ্যের সন্ধানে অন্যত্র চলে গিয়ে আবার দ্বিতীয় পেটে খাদ্য সঞ্চয় করে রাখে ।এরা যখন খাদ্যের সন্ধানে অন্যত্র যায় তখন এরা সারিবদ্ধভাবে যাতায়াত করে।কারণ এদের দেহের পিছনের দিক দিয়ে ফেরোমোন নামক একপ্রকার তরলপদার্থ নিঃসৃত হয়।যার সুগন্ধ থাকে। সেই সুগন্ধ তারাই অনুভব করে।প্রত্যেক পিঁপড়ে ফেরোমোন গন্ধ শুঁকে শুঁকে সামনের দিকে এগিয়ে যায়। খাদ্যস্থান থেকে খাদ্য সংগ্রহ করে।একটা পেটে হজমের জন্য।অন্য পেটে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় থাকে। এজন্য পিঁপড়েরা কখনো অনাহারে মারা যায় না।
একমাত্র পুরুষ পিঁপড়ের আয়ু এক বছরের মতন।শ্রমিক পিঁপড়েরাপ্রায় ত্রিশ বছর পর্যন্ত বাঁচে। রাণী পিঁপড়েরা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর বাঁচে। রাণী পিঁপড়েদের সবচেয়ে অবাককরা ব্যাপার ,একটা
রাণী পিঁপড়ে লক্ষাধিক ডিম পাড়ে এবং লক্ষাধিক সন্তানের জন্ম দেয়। একমাত্র লক্ষাধিক সন্তানের মা এক একটা রাণী পিঁপড়ে। এই লক্ষাধিক সন্তানের মা, এদের নিয়েই এক একটা নতুন সমাজ গড়ে তোলে। তাই পৃথিবীতে পিঁপড়েদের সমাজের সংখ্যা বেশি।সংখ্যার দিক দিয়েও এরা পৃথিবীতে সবচেয়ে বেশি। হাজার হাজার মিটার উপর থেকে এদের মাটিতে ফেলে দিলে এদের মৃত্যু নেই।আমাদের দেশে লাল,কালো রঙের পিঁপড়ে
দেখতে পাই ;কিন্তু আফ্রিকার সাহারা মরুভূমিতে সবুজরঙের পিঁপড়ে দেখা যায়। পিঁপড়েরা ফুলের রস,মিষ্টিজাতীয় খাদ্য খেতেই বেশি পছন্দ করে।এরা নোংরা খাবার খায় না। 
 

Comments :0

Login to leave a comment