সমলিঙ্গ যুগলকে সামাজিক অধিকার দেওয়ার পক্ষে সওয়াল করল সুপ্রিমকোর্ট। এদিন সুপ্রিমকোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেন সরকারকে ভাবতে হবে কিভাবে তারা সমলিঙ্গ যুগলকে মৌলিক সামাজিক অদিকার দেবে বিশেষ করে ব্যঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। এমনকি জীবন বীমার ক্ষেত্রেও কিভাবে তারা তাদের সঙ্গীর (সমলিঙ্গ) নাম যুক্ত করতে পারে সেই উপায় বাঁ করতে হবে সরকারকেই। সুপ্রিমকোর্টে সমলিঙ্গ বিবাহকে আইনিন স্বীকৃতি দেওয়ার দাবিতে একাধিক হলফনামা জমা পড়েছে। সেই হলফনামাগুলির ভিত্তিতে শুনানী চলছে। আবেদনকারীদের দাবি ভারতীয় আইন সমলিঙ্গে বিবাহের স্বিকৃতি না দিয়ে তাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে।
নরেন্দ্র মোদীর সরকার প্রথম থেকেই সমলিঙ্গে বিবাহেরবিরোধিতা করে এসেছে। সলিসিটার জেনারেল আদালতে দাবি করেছেন সমলিঙ্গে বিবাহ ভারতীয় সমাজ পরিকাঠামোর পরিপন্থী। সুতরাং এই ধরনের বিবাহকে স্বীকৃতি দেওয়া মানে সমাজ চেতনাব আঘাত আনা। বুধবার ভারতীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন সমলিঙ্গে বিবাহের বিষয়টি আদালত কেন্দ্রের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিক। তারপর বৃহষ্পতিবার সমলিঙ্গে বিবাহ সংক্রান্ত মামলার শুনানী নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিলে সরকার সমলিঙ্গে সহবাসের বিষয়টি কিভাবে দেখবে। এই ধরণের যুগলকে মৌলিক সামাজিক সুরক্ষা দেওয়ার ব্যাপারে সরকারের কি ভূমিকা? এবং এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে সামাজিকভাবে সেই সব যুগল বহিষ্কৃত হবে না সেই বিষয়েই বা সরকারের কি পরিকল্পনা। এই নিয়ে আগামী বুধবার আদালতকে কেন্দ্রের উত্তর জানানর নির্দেশ দিয়েছেন প্রধানবিচারপতি
Comments :0