POETRY \ MAA ESECHEN — NIRMALENDHU SHAKHARU \ NATUNPATA \ 21 OCTOBER 2024

কবিতা \ মা এসেছেন — নির্মলেন্দু শাখারু \ নতুনপাতা \ ২১ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

POETRY  MAA ESECHEN  NIRMALENDHU SHAKHARU  NATUNPATA  21 OCTOBER 2024

কবিতা

মা এসেছেন 
নির্মলেন্দু শাখারু

নতুনপাতা

ঢাক বাজে ওই খুশির তালে 
ঢ্যাম কুড়া কুড়,
অমনি হাজির ধরার মাঝে 
দুগ্গা ঠাকুর।

বাজছে কাঁসর বাজছে ঢোলক  
বাজছে সানাই,
মা এসেছেন ত্রিনয়নী
প্রণাম জানাই!

পুজো এলো,গন্ধ পুজোর 
ছড়াছড়ি,
পুজো মানেই আলোর সাঁঝে
গড়াগড়ি!

পুজোতে মা একশো আটের
পদ্ম পেলে...
তাতেই খুশি তার পরশে 
চক্ষু মেলে!

Comments :0

Login to leave a comment