কবিতা
মা এসেছেন
নির্মলেন্দু শাখারু
নতুনপাতা
ঢাক বাজে ওই খুশির তালে
ঢ্যাম কুড়া কুড়,
অমনি হাজির ধরার মাঝে
দুগ্গা ঠাকুর।
বাজছে কাঁসর বাজছে ঢোলক
বাজছে সানাই,
মা এসেছেন ত্রিনয়নী
প্রণাম জানাই!
পুজো এলো,গন্ধ পুজোর
ছড়াছড়ি,
পুজো মানেই আলোর সাঁঝে
গড়াগড়ি!
পুজোতে মা একশো আটের
পদ্ম পেলে...
তাতেই খুশি তার পরশে
চক্ষু মেলে!
Comments :0