POETRY \ UNHAPPY NEW YEAR 2025 — SUBRATA CHOWDHARY \ NATUNPATA \ 30 DECEMBER 2024

কবিতা \ পাতাকুড়ানির নববর্ষ — সুব্রত চৌধুরী \ নতুনপাতা \ ৩০ ডিসেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

POETRY  UNHAPPY NEW YEAR 2025  SUBRATA CHOWDHARY  NATUNPATA  30 DECEMBER 2024

কবিতা

পাতাকুড়ানির নববর্ষ 
সুব্রত চৌধুরী

নতুনপাতা

নববর্ষ  করছো বরন
নতুন জামা গায়ে,
পাতাকুড়ানি পাতা কুড়োয় 
ছেঁড়া জামা গায়ে।

নববর্ষে তোমরা যখন 
মন্ডা- মিঠাই খাচ্ছো , 
ডাস্টবিনে সে খুঁজছে খাবার
কেউ কী খবর রাখছো?

নববর্ষে  তোমরা মাতো 
নাগরদোলায় চড়ে,
পাতাকুড়ানি পায় না পাতা
মাথা কুটে মরে।

নববর্ষে তোমার মনে
নতুন স্বপ্ন উঁকি,
পাতাকুড়ানির খেরো খাতায় 
দুঃখের আঁকিবুকি।

নববর্ষে  তোমরা যখন
স্বপ্নাবেশে ঘুমে,
পাতাকুড়ানির ঘুম আসে না
ছেঁড়া কাঁথার উমে।

——————————-
আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র

Comments :0

Login to leave a comment