গল্প | নতুনপাতা
জালিয়ানওয়ালা ও রবীন্দ্রনাথ
রাজ মন্ডল
নতুন বন্ধু
সেদিন শনিবার। সবে পরীক্ষা শেষ হয়েছে। ক্লাস এ এসেছেন বাংলার স্যার কালী বাবু। নতুন দিনে পড়াবেন রবীন্দ্রনাথের কবিতা। তার আগে উঠে এল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নানা কথা। উঠল নাইটহুড উপাধি ত্যাগ করার কথা। সব বিষয়ে প্রশ্ন করা কার্তিক জিঙ্গাসা করলো, স্যার সবাই কিছু পাবার জন্য দৌড়াদৌড়ি করে আর রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি ছেড়ে দিলেন? স্যার বললেন সব ঐ ইংরেজদের অত্যাচার আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। সবাই প্রশ্ন করলো সেখানে কি হয়েছিল? স্যার।
স্যার বললেন -
১৯১৯ খ্রিস্টাব্দে ব্রিটি শ কর্তৃক এ দেশের মানুষকে শাস্তি দিতে রাওলাট আইন চালু করেন। এর পরিণতি ছিল জালিয়ান ওয়ালা বাগ হত্যাকাণ্ড। পাঞ্জাবের জালিয়ান ওয়ালাবাগ উদ্যানে এই কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক শান্তি পূর্ণ সমাবেশ করা হয়। সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশের ঘাতক পুলিশ বাহিনী গুলি চালিয়ে শান্তিপূর্ণ জমায়েতকে হত্যা করা হয়। এই কুখ্যাত ঘটনাটি ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত।
সবাই বলে উঠল কেন সবাই প্রতিবাদ করেছিল? স্যার বললেন,
পাঞ্জাবের দুই নেতা ড: সত্যপাল ও সাইফুদ্দিন
কিচালুকে রাওলাট আইনের মাধ্যমে গ্রেফতার করে বিনা বিচারে আটকে রাখলে সমগ্র পাঞ্জাবে প্রতিবাদের ঝড় উঠে। এরপর পাঞ্জাবের শাসনকর্তা মাইকেল ও ডায়ারের এক নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ১০ হাজারেরও বেশি নিরস্ত মানুষ ১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ই এপ্রিল বিকেলে অমৃতসর শহরে পূর্ব প্রান্তে জালিয়ানওয়ালাবাগ নামে এক উদ্যানে শান্তিপূর্ণভাবে সমবেত হন। সভা শুরু হওয়ার কিছুক্ষন মধ্যেই বিনা প্ররোচনায় অমৃতসরের ভারপ্রাপ্ত সামরিক অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশ সৈন্য ৫০ টি রাইফেল থেকে ১০ মিনিট ধরে গুলি বর্ষণ করে। যদিও এই হত্যাকাণ্ডের পর আবার সান্ধ্য আইন জারি করে আহতদের কাছে নিকটজনদের পৌঁছাতেও বাধা দেওয়া হয়। আর এ কারণেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদের তার রাজসম্মান নাইটহুড ঘৃণাভাবে বর্জন করেন। গান্ধীজি তার 'ইয়ং ইন্ডিয়া' পত্রিকায় লেখেন এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে ধ্বংস করতেই হবে। ভাবি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চাচিল এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেন জালিয়ানাবাগের শোচনীয় ঘটনার মতে কোন ঘটনা ব্রিটিশ সাম্রাজ্য আর কখনো ঘটেছে বলে আমার মনে হয় না।
সকলে চুপ। স্যার বললেন, এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন- তিনি একজন নমস্য মানুষ।
ষষ্ঠ শ্রেণী
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ, উত্তর ২৪ পরগনা
Comments :0