বলতে পারো | অমল কর | নতুনপাতা | ২০২৫ এপ্রিল ৩ : উত্তর
জিজ্ঞাসা
১. ভারতের পাঁচটি বৃহত্তম স্টেডিয়ামের নাম বলো।
২. সদ্য অবসরপ্রাপ্ত ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড় বন্দনা কাতারিয়া-র খেলার পরিসংখ্যান দাও।
৩. কবে থেকে অসামরিক প্রধান পুরস্কার "ভারতরত্ন" দেওয়া শুরু হয়? কারা প্রথমবার এই পুরস্কার পান?
৪. বিশ্বের প্রথম নভচর কে ছিলেন?
৫. কবে প্রথম বিদ্যাসাগর প্রণীত শিশুদের বাংলা বর্ণ শিক্ষার প্রাথমিক বই "বর্ণ পরিচয় ,প্রথম খণ্ড" প্রকাশিত হয়?
৬. কবি শক্তি চট্টোপাধ্যায় কোন্ চলচ্চিত্রে অভিনয় করেন?
সমাধান
১. ভারতের পাঁচটি বৃহত্তম স্টেডিয়ামের নাম:ক)নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আমেদাবাদ ।খ)ইডেন উদ্যান, কলকাতা। গ) রাজিব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ। ঘ) এম.এ.চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই। এবং ঙ) এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
২. ভারতীয় মহিলা হকি দলের সদ্য অবসরপ্রাপ্ত সদস্য বন্দনা কাতারিয়া আন্তর্জাতিক হকিতে ৩২০ টি ম্যাচ খেলে গোল করেন ১৫৮ টি ।
৩. ১৯৫৪ সাল থেকে দেশ-বিদেশের সাহিত্য কলা বিজ্ঞান সমাজসেবার জন্য ভারতের অসামরিক প্রধান পুরস্কার "ভারতরত্ন" প্রদান করা হয়।
প্রথমবার এই পুরস্কার পান রাজাগোপালাচারী,সর্বপল্লী রাধাকৃষ্ণণ ও চন্দ্রশেখর ভেঙ্কটরমণ ।
৪. সোভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন ভস্টক নভযানে ১২ই এপ্রিল ১৯৬১ সালে বিশ্বের প্রথম নভচর হিসাবে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করেন।
৫. ১৮৫৫ সালের ১লা এপ্রিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত শিশুদের বাংলা বর্ণ শিক্ষার প্রাথমিক বই "বর্ণ পরিচয়", প্রথম ভাগ প্রকাশিত হয়।
৬. 'যেতে পারি কিন্তু কেন যাবো' গ্ৰন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত কবি শক্তি চট্টোপাধ্যায় অভিনয় করেন কবি-চলচ্চিত্রকার পূর্ণেন্দু পত্রী পরিচালিত "ছেঁড়া তমসুখ" চলচ্চিত্রে।
Comments :0