প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানাচ্ছেন, এই গ্রীনফিল্ড প্রকল্পের ৬০-৭০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। মোট ৬ লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ২ ঘন্টার মধ্যে দিল্লি থেকে দেহরাদুনে পৌঁছে যাওয়া যাবে। দিল্লি থেকে হরিদ্বার যেতে সময় লাগবে ৯০ মিনিট। এতদিন দিল্লি থেকে সড়কপথে দেহরাদুন যেতে সময় লাগত ৫ ঘন্টারও বেশি। হরিদ্বার পৌঁছতে সময় লাগত সাড়ে ৪ ঘন্টা।
মোট ৪টি অংশে ভাগ করে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। মোট খরচ পড়ছে ১২ হাজার কোটি টাকার কিছু বেশি।
নীতিন গড়করি জানিয়েছেন, বন্যপ্রাণীদের কথা ভেবে গণেশপুর থেকে দেহরাদুন অবধি অংশে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই এক্সপ্রেসওয়েতে ১২ কিলোমিটার উড়ালপুর, বন্যপ্রাণীদের যাতায়াতের জন্য ৬টি আন্ডারপাস, হাতি চলাচলের জন্য ২টি আন্ডারপাস, ২টি বড় এবং ১৩টি ছোট ব্রিজ তৈরি করা হয়েছে।
Comments :0