বিশেষ আদালতের অনুমতি ছাড়া বেআইনি অর্থীক লেনদেনে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না ইডি। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, পিএমএলএ আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে না ইডি।
পিএমএলএ আইনের ১৯ নম্বর ধারায় বলা হয়েছে ইডি অধিকারিকরা প্রমানের ভিত্তিতে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন।
শীর্ষ আদালত বলেছে, যেই মামলা গুলিতে ইডি অভিযোগ দায়ের না করা পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি, পরে তাদের গ্রেপ্তার করা যাবে না। বিশেষ আদালতকে প্রথমে একটি সমন জারি করতে হবে এবং অভিযুক্তরা যদি সেই সমনের যথাযথ উত্তর দেয়, তাহলে তাদের 'হেফাজতে' হিসেবে দেখা যাবে না।
বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জল ভায়ানের বেঞ্চ বলেছে, "যদি ইডি বিশেষ আদালতের সমনের উত্তর দেওয়ার পরে (একজন) অভিযুক্তের হেফাজতে চায়, তবে এটির জন্য বিশেষ আদালতে আবেদন করতে হবে।" বেঞ্চ আরও বলে যে হেফাজত শুধুমাত্র তখন হবে যদি সেই আদালত বিশ্বাস করে যে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
ফৌজদারি আইনের ৭০ নম্বর ধারা অধীনে শুধুমাত্র তখনই ওয়ারেন্ট জারি করা যেতে পারে যদি অভিযুক্ত সমনের উত্তর দিতে ব্যর্থ হয়, এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
Comments :0