Birbhum

বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ৩

জেলা

দুষ্কৃতীরা বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াল। পুলিশকে লক্ষ্য করে ছুঁড়লো গুলি। পুলিশ গ্রেপ্তার করেছে তিন দুষ্কৃতীকে। ঘটনা টি ঘটেছে সোমবার রাতে রাজনগর থানার আরালি ব্রীজের কাছ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করলে পুলিশের দিকে অভিযুক্তরা গুলি ছুঁড়তে শুরু করে। অবশেষে পুলিশের তৎপরতায় তিনজন দুষ্কৃতী ধরা পড়ে। বাকি তিনজন বাইকে চেপে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শেখ মোর্তুজা, শেখ ইসমাইল, শেখ জিয়ারুল। কাঁকরতলা থানা এলাকার বাসিন্দা।
এই বিষয়ে রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা মঙ্গলবার জানান,  ধৃতদের কাছে উদ্ধার হয়েছে, একটি ওয়ানশাটার রিভলবার, একটি ফাঁকা কার্তুজ, একটি বাইক, দুটি মোবাইল ফোন। এছাড়াও উদ্ধার করা হয়েছে এক ধরনের মাদক ৮ লিটার কোটিং লিকুইড। ধৃত তিনজনকে মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Comments :0

Login to leave a comment