Baduriya basirhat

বাদুড়িয়া, বসিরহাটে ভোটারদের সন্ত্রস্ত করার চেষ্টা তৃণমূলের

রাজ্য জেলা পঞ্চায়েত ২০২৩

রাত ৯ টা রাত ১টা পর্যন্ত। বিরামহীনভাবে চললো বোমাবাজি। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে গ্রামে।আতঙ্ক ছড়িয়ে পড়ে বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর-২গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পেয়ারা গ্রামের ২২০নং বুথে এবং তেঘরিয়া গ্রামের ২১৬নং বুথে। প্রাথমিক শিক্ষক দেবশঙ্কর বৈদ্যের বাড়ির উঠানে, হৃদয়জ্যোতি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে রাতভর চলে বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। গ্রেপ্তারের কোনও খবর নেই। রাত পোহালেই পঞ্চায়েত ভোট। সাধারণ ভোটারদের সন্ত্রস্ত করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার বিকাল ৫টার পর নির্বাচনী প্রচার শেষ হয়েছে। প্রচার পর্ব শেষ হতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সক্রিয় হতে শুরু করেছে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ গ্রামাঞ্চলে।  


যেমন হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের ৪১নং বুথের ২২ এবং ২৩ নং সংসদে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী আলাউদ্দিন বৈদ্য, মালতি গোলদারকে। সরাসরি হুমকি দিচ্ছে ২২নং সংসদের তৃণমূল প্রার্থী মোক্তার মোল্লা। তিনি বলছেন ভোটের দিন বুথে এজেন্ট দেওয়া যাবে না এবং বুথমুখী হওয়া যাবে না। সিপিআই(এম) প্রার্থী মালতি গোলদারকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছে ‘‘বড় মোস্তান হয়ে গেছো। ভোটের পর তোমার ব্যবস্থা হবে।’’ অভিযোগ,পর্দার আড়ালে থেকে গোটা ঘটনার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা মহাদেব গোলদার,অবনি মণ্ডল। প্রার্থীদের হুমকি দেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি এমনকি রাস্তায় ধরে তাদের হুমকির সুরে বলা হচ্ছে তারা যেন ভোটের দিন বুথে না যান। 

সিপিআই(এম) নেতৃবৃন্দ বলছেন, পায়ের তলায় মাটি নেই তৃণমূলের। নির্বিঘ্নে ভোট হলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। প্রার্থী মালতী গোলদার বলেছেন, ‘‘আমরা বুথ ছাড়বো না। কোন হুমকির কাছে মাথা নোয়াবো না।’’  হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে(৯১নং পোলিং স্টেশন) ছাপ্পা ভোটের আশঙ্কা করছেন স্থানীয় মানুষ।

Comments :0

Login to leave a comment