কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ মিলবে বলে ঘোষণা করেছেন তিনি।
ডিএ বা মহার্ঘভাতা সরকারি কর্মচারী এবং কোষগার থেকে বেতনপ্রাপ্তদের জন্য প্রযোজ্য। বাজারে জিনিসপত্রের দামবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ডিএ দেওয়ার কথা সরকারের। কিন্তু কর্মচারীদের ডিএ’র দাবি ঠেকাতে বারবার আদালতে ছুটেছে তৃণমূল কংগ্রেস সরকার। গত নভেম্বরে বিধানসভার অধিবেশনেও মুখ্যমন্ত্রী বলেন যে কর্মচারীদের ডিএ দিতে বাধ্য নয় সরকার।
একটি সূত্র থেকে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ’র ফারাক এখনও ৩৬ শতাংশ। বৃহস্পতিবারের ঘোষণা কার্যকর হলে কর্মচারী পাবেন ১০ শতাংশ ডিএ। রাজ্যগুলির সঙ্গেও পশ্চিমবঙ্গের কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মীদের ডিএ’র হারে ফারাক বিস্তর।
DA 4%
৪ শতাংশ ডিএ’র ঘোষণা, ফারাক ৩০% ছাড়িয়ে
×
Comments :0